cover image: ‘গান্ধি আর আম্বেদকরের মধ্যে একজনকে বাছতে হবে কেন?’

20.500.12592/s3mc42

‘গান্ধি আর আম্বেদকরের মধ্যে একজনকে বাছতে হবে কেন?’

15 Aug 2023

আজ ১৫ই অগস্ট, ২০২৩-এ পারি এনেছে শোভারাম গেহেরওয়ারের গল্প। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দেশে স্বাধীনতা সংগ্রাম চলাকালীন ব্রিটিশদের গুলিতে আহত হয়েছিলেন রাজস্থানের দলিত সম্প্রদায়ের এই ৯৭ বছর বয়সি বীর মুক্তিযোদ্ধা। একদিকে স্বঘোষিত গান্ধিবাদী, অন্যদিকে ডক্টর আম্বেদকরের একনিষ্ঠ অনুসারী শোভারাম গেহেরওয়ার আবার আণ্ডারগ্রাউন্ড বিপ্লবী গোষ্ঠীতেও সক্রিয় ছিলেন। ২০২২ সালে পেঙ্গুইন থেকে প্রকাশিত পি. সাইনাথ রচিত ‘দ্য লাস্ট হিরোস, ফুটসোলজারস অফ ইন্ডিয়া’স ফ্রিডম’ গ্রন্থটিতে সংযোজিত শোভারাম গেহেরওয়ারকে নিয়ে লেখা অ

Authors

P. Sainath,Smita Khator

Published in
India
Rights
© P. Sainath,Smita Khator