cover image: ক্রিকেট মাঠের রোশনাই থেকে দূরে বল কারিগরদের আঁধার দুনিয়া

20.500.12592/rsx1wr

ক্রিকেট মাঠের রোশনাই থেকে দূরে বল কারিগরদের আঁধার দুনিয়া

18 Jul 2023

ক্রিকেট খেলার মধ্যমণি চকচকে লাল বল আদতে মীরাট জেলার সুদক্ষ কারিগরদের শ্রমের ফসল; ঘণ্টার পর ঘণ্টা ধরে চামড়া প্রক্রিয়াকরণ, তেল মাখানো, কাটাই-সেলাই, গড়ন, বার্নিশ এবং স্ট্যাম্প খোদাইয়ের শেষে তৈরি হয় পূর্ণাঙ্গ একটি বল। খেলার জগতে যত রোশনাই থাকুক না কেন, এই কারিগরির কাজ কিন্তু এখনও জাতপাত-ভিত্তিক পেশার আঁধারে রয়ে গেছে

Authors

Shruti Sharma,Riya Behl,Dyuti Mukherjee

Published in
India
Rights
© Shruti Sharma,Riya Behl,Dyuti Mukherjee